তামিম ‘বিভ্রমে’ হতাশ হাতুরুসিংহে

হাফ সেঞ্চুরির পর ইনিংসের ৩৬তম ওভারে লাকসান সান্দাকানের বল তামিম ইকবালের ব্যাট ফাঁকি দিয়ে লঙ্কান উইকেটরক্ষক নিরোসান ডিকভেলার হাতে জমা পড়ে। এমন সময় বুঝে উঠতে না পেরে হঠাৎ করেই রান নেওয়ার উদ্দেশে দৌর শুরু করেন তামিম। এই সুযোগে উইকেট ভেঙে দেন উইকেটরক্ষক ডিকভেলা। রান আউটের শিকার হয়ে ব্যক্তিগত ৫৭ রানে সাজঘরে ফেরেন তামিম।

বিনা উইকেটে ১০০ রান করা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করে দুই উইকেটে ১৩৩ রান নিয়ে। দিন শেষে তামিমের সেই অদ্ভুত আউটটাই আলোচনা কেন্দ্রবিন্দুতে। জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে তামিমের এই আউটকে বললেন বললেন ‘ব্রেইন ফেড’! এর মানে ক্ষণিকের জন্য মতিভ্রম ঘটেছিল বাংলাদেশের এই ওপেনারের।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তামিমের আউট নিয়ে কোচ হাতুরুসিংহে বললেন, ‘তার সঙ্গে আমার কথা হয়নি। আমার মাথায় যা আসছে তা এখন ক্রিকেটের আলোচিত শব্দ ‘ব্রেইন ফেড’। এখানে ঠিক তাই ঘটেছে, হয়তো ভেবেছিল বল উইকেটরক্ষককে ছাড়িয়ে গেছে। এজন্য সে দৌড় শুরু করেছিল। আমি শুধু বলতে পারি, এটা ব্রেইন ফেড।’

তামিমের এমন অদ্ভুত আউট নিয়ে হতাশা থাকলেও শিষ্যর ইনিংস নিয়ে প্রশংসা করতে ভোলেননি হাতুরুসিংহে, ‘এটা খুব হতাশাজনক, কারণ তখন আমরা ভালোভাবে এগিয়ে যাচ্ছিলাম। ওরা খুব ভালো ব্যাটিং করছিল। বিশেষ করে তামিম যেভাবে ইনিংসটি সাজাচ্ছিল তা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। এমন সময় তামিমের আউটটা সত্যি হতাশার।’

এখানে আপনার মন্তব্য রেখে যান