১৪০ বছরে এমন হার এবারই প্রথম

পঞ্চম উইকেটে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম গড়েছিলেন ৩৫৯ রানের রেকর্ড জুটি। প্রথম ইনিংসে ৫৯৫ রানের দলীয় সংগ্রহটাও নেহাত মন্দ ছিল না। তবুও প্রথম টেস্টে সাত উইকেটের পরাজয়! এ হার দিয়ে ১৪০ বছরের টেস্ট ইতিহাস ভেঙে নতুন রেকর্ড গড়েছে সাকিব-মুশফিকরা।

সাকিব-মুশফিকের ৩৫৯ রানের জুটি শুধু বাংলাদেশের টেস্ট ইতিহাসেই নয়, ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ম্যাচের শেষ দিন একই মাঠে ফের রেকর্ড গড়ল বাংলাদেশ, তবে সেটা ব্যর্থতার।

প্রথম ইনিংসে ৫৯৫ রানের বড় সংগ্রহ নিয়ে এর আগে কখনো কোনো দল হারেনি। ১৪০ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫৯৫ রানের দলীয় সংগ্রহ পেয়েও হারের স্বাদ পাওয়া প্রথম দল বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান (৫৮৬ রান) করে হারের রেকর্ড ছিল কেবল অস্ট্রেলিয়ার। ১৮৯৪ সালে সিডনিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৮৬ রানের সংগ্রহ পেলেও শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠান ছাড়ে স্বাগতিকরা।

জানিয়ে রাখা ভালো, প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে হারের স্বাদ পাওয়া দলগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ অবস্থানেও রয়েছে অজিরা। ২০০৩ সালে নিজেদের ঘরের মাঠেই ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৫৬ রানের দলীয় সংগ্রহ পেলেও ম্যাচ জিততে পারেনি তারা।

সূত্র: ক্রিকইনফো

এখানে আপনার মন্তব্য রেখে যান