স্কোরবোর্ডের ভুলে রান আউট!

টেলিভিশন রিপ্লেতে দেখাল আউট হননি আজহার আলী। কিন্তু, স্কোরবোর্ড দিলো আউটের সংকেত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মঙ্গলবার এমন ঘটনার শিকার হলেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী।

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ান পেসার জ্যাকসন বার্ডের হাফ ভলির ডেলিভারিতে সোজা ড্রাইভ করেছিলেন আসাদ শফিক। বোলারের হাত ছুঁয়ে বলটা আঘাত করে স্ট্যাম্পে। এর আগেই অবশ্য অপরপ্রান্তে দাঁড়ানো আজহার আলী পৌঁছে গিয়েছিলেন ক্রিজে।

তারপরও আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ঝুঁকি নিতে চাননি। নিশ্চিত হওয়ার জন্য টেলিভিশন আম্পায়ারের শরনাপন্ন হন। রিপ্লেতেও দেখালো আউট হননি আজহার। কিন্তু, স্কোর বোর্ড ভুল করে আউটের সংকেত দিয়ে দিল!

আউটের সিদ্ধান্তে এমসিজির দর্শকরা তখন উচ্ছ্বসিত। তবে, তাদের উচ্ছ্বাস দীর্ঘায়িত হওয়ার আগেই পাল্টে গেল সিদ্ধান্ত। ‘আউট’ মুছে দিয়ে স্কোরবোর্ডে জ্বলে উঠলো ‘নট আউট’।

এর আগে এই পাকিস্তানের বিপক্ষেই নভেম্বরে এমন ঘটনার শিকার হয়েছিলেন নিউজিল্যান্ডের টম ল্যাথাম। স্কোরবোর্ডের ভুলে হয়ে গিয়েছিলেন আউট। পরে অবশ্য সেই সিদ্ধান্তও পাল্টে যায়।

সূত্র: ডিএনএ

এখানে আপনার মন্তব্য রেখে যান