Tag Archives: লায়াম ডসন

বিপিএল খেলা ‘লায়াম ডসন’ জাতীয় দলে গিয়েই চমক দেখালেন

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে নৈপুণ্য দেখালেন ইংল্যান্ডের টেইলএন্ডার দুই ব্যাটসম্যান লায়াম ডসন ও আদিল রশিদ।

সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রংপুর রাইডার্সের জার্সি গায়ে নৈপুণ্য দেখানো ইংলিশ ব্যাটসম্যান লায়াম ডসন করেন অপরাজিত ৬৮ রান । আর আদিল রশিদের ব্যাট থেকে আসে ৬০।
অষ্টম উইকেটে ১০৮ রানের জুটি গড়েন এ দুজন। এতে ইংল্যান্ডের সংগ্রহ পৌঁছে ৪৭৭ রানে। জবাবে ৬০/০ সংগ্রহ নিয়ে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ করে ভারত। পাঁচ ম্যাচ সিরিজে ৩-০তে এগিয়ে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

 

সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডের ব্যাট হাতে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকান মঈন আলী। আগের দিন ১২০ রানে অপরাজিত ছিলেন মঈন। শনিবার ব্যক্তিগত ১৪৬ রানে ভারতীয় পেসার উমেশ যাদবের ডেলিভারেিত রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দেন ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত এ ব্যাটসম্যান।