Tag Archives: দক্ষিণ আফ্রিকা

ক্রিকইনফোর বর্ষসেরা নির্বাচিত হলেন যারা

শুক্রবার ১৩ বিভাগে বর্ষসেরা পুরষ্কার ঘোষণা করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। ১৩ বিভাগের মধ্যে ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন দু’জন।

২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ বোলিংয়ে টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার নির্বাচিত হন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে মাত্র ২২ রান খরচায় পাঁচ উইকেট তুলে নেন জাতীয় দলের বাঁহাতি এই পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে ১৪৫ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড।

এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ইংলিশদের বিপক্ষে দুই টেস্টে রেকর্ড ১৯ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরষ্কার জেতেন মিরাজ। অভিষেক সিরিজেই চমক দেখিয়ে নির্বাচিত হয়েছেন ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার।

‘ক্রিকইনফো’ নির্বাচিত অন্যান্য বিভাগের বর্ষসেরা পুরষ্কার জয়ীদের নাম সংক্ষেপে তুলে ধরা হল:

১. বর্ষসেরা অধিনায়ক : বিরাট কোহলি (ভারত)

২. বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান : বেন স্টোকস (ইংল্যান্ড)

৩. বর্ষসেরা টেস্ট বোলার : স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)

৪. বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান : কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)

৫. বর্ষসেরা ওয়ানডে বোলার : সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)

৬. বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান : কার্লোস ব্রার্থওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)

৭. বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার : মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

৮. বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার : মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)

৯. বর্ষসেরা  অ্যাসোসিয়েট ব্যাটসম্যান : মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান)

১০. বর্ষসেরা অ্যাসোসিয়েট বোলার : মোহাম্মদ নবী (আফগানিস্তান)

১১. বর্ষসেরা নারী ব্যাটসম্যান : হ্যালি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ)

১২. বর্ষসেরা নারী বোলার : লেই কেসপেরেক (নিউজিল্যান্ড)

১৩. বর্ষসেরা স্ট্যাটসগুরু অ্যাওয়ার্ড : বিরাট কোহলি (ভারত)

সূত্র: ক্রিকইনফো

সেপ্টেম্বরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের চূড়ান্ত সময়সূচী

img_20161229_220533_090

সফরে দুইটি টেস্টের সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সবশেষে দুই ম্যাচের টি২০ সিরিজ দিয়ে লম্বা সফরের ইতি টানবে মাশরাফি-মুশফিকরা। এছাড়া সফরে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচেও অংশ নিবে। টেস্ট সিরিজের আগে একটি তিন দিনের ম্যাচ ও ওয়ানডে সিরিজের শুরুতে খেলবে একটি ম্যাচ।

দক্ষিন আফ্রিকা সফরে বাংলাদেশ দল টেস্ট খেলবে নতুন ভেন্যু ব্লুমফন্টেইন ও পটচেফস্ট্রমে। জানিয়ে রাখা ভালো, ২০১৫ সালে বাংলাদেশ সফরে টি২০ ও টেস্টে জয় পেলেও ওয়ানডে সিরিজে হারতে হয় দক্ষিন আফ্রিকাকে।দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সফর ২০১৭ঃ

সেপ্টেম্বর ২১-২৩: তিন দিনের অনুশীলন ম্যাচ, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা একাদশ, বেনোনি

সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: ১ম টেস্ট, পটচেফস্ট্রম

অক্টোবর ৬-১০: ২য় টেস্ট, ব্লুমফন্টেইন

১২ অক্টোবর: ট্যুর ম্যাচ, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা একাদশ, ব্লুমফন্টেইন

১৫ অক্টোবর: প্রথম ওডিআই, কিমবারলেয়

১৮ অক্টোবর: দ্বিতীয় ওডিআই, পার্ল

২২ অক্টোবর: তৃতীয় ওডিআই, ইস্ট লন্ডন

২৬ অক্টোবর: প্রথম টি২০, ব্লুমফন্টেইন

২৯ অক্টোবর: দ্বিতীয় টি২০,পটচেফস্ট্রম

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত

আগামী বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ক্রিকেট সংস্থা ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সিএসএ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা সফরে হাশিম আমলা-এবি ডি ভিলিয়ার্সদের বিপক্ষে দুই টেস্ট, তিনটি ওয়ানডে আর দুইটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মাশরাফি-মুশফিকরা।

এ ব্যাপারে সিএসএ’র প্রধান নির্বাহী হারুন লারগাত বলেন, ‘২০১৭ বছরটা স্থানীয় ক্রিকেট ভক্তদের জন্য ভালো সময় যাবে। বাংলাদেশের পাশাপাশি ভারত ও অস্ট্রেলিয়া এখানে সফর করবে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। তার আগে সেখানে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি:

তিনদিনের প্রস্তুতি ম্যাচ: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা একাদশ, সেপ্টেম্বর ২১-২৩, সাহারা পার্ক উইলোমুর, বেনোনি।

টেস্ট সিরিজ:

প্রথম টেস্ট: ২৮ সেপ্টেম্বর-২ অক্টোবর।

দ্বিতীয় টেস্ট: ৬-১০ অক্টোবর।

ওয়ানডে সিরিজ:

প্রস্তুতি ম্যাচ:  ১২ অক্টোবর, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা একাদশ।

প্রথম ওয়ানডে: ১৫ অক্টোবর।

দ্বিতীয় ওয়ানডে: ১৮ অক্টোবর।

তৃতীয় ওয়ানডে: ২২ অক্টোবর।


টি-টোয়েন্টি সিরিজ:

প্রথম টি-টোয়েন্টি: ২৬ অক্টোবর।

দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ অক্টোবর।

এই মুহূর্তে নিউজিল্যান্ডে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর দুটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে মাশরাফিরা।

সূত্র: ক্রিকট্রেকার