দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই প্রস্তুতি ম্যাচ খেলার সময় ইনজুরির কবলে পড়তে হয়েছিলো দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকারকে।
সময় সংবাদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। গেল বছর নিউজিল্যান্ড সফরের উদাহরণ টেনে সাবেক এই উইকেট রক্ষক জানান,
‘মনে আছে ডিসেম্বর-জানুয়ারিতে ২২জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে কথা। ৭ জন ব্যাকআপ ক্রিকেটার নেয়ায় কোচ হাথুরুসিংহের কতোই না সমালোচনার মুখে পড়েছিলেন।
কিন্তু, হাথুরুই ঠিক ছিলেন তার সিদ্ধান্তে। তার প্রমাণ হয় ইমরুল, মুশফিক, মমিনুলদের ইনজুরির মিছিল লম্বা হলে। ইনজুরির কারণে এক পর্যায়ে তো একাদশ সাজাতেই হিমশিম খেতে হয়েছিলো বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টকে।’
এদিকে ২০০২ এবং ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ দল। তবে এখনকার বাংলাদেশ দল অনেক পরিণত। যেকারণে আসন্ন সিরিজটি নিয়ে অনেক আশাবাদীও তিনি।