পাকিস্তানে আবারো ক্রিকেট ফেরানোর পক্ষে সায় দিয়েছে আইসিসি

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে রাজি হয়েছে আইসিসি। বিশ্ব একাদশ নামে একটি দলের মাধ্যমে লাহোরে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ আয়োজন করা হতে পারে।
শনিবার আইসিসির বার্ষিক সম্মেলনে পাকিস্তানের এমন প্রস্তাবে সায় দিয়েছে আইসিসি।

মোটকথা পাকিস্তানের জন্য এগিয়ে এসেছে আইসিসি। বিবৃতির মাধ্যমে আইসিসি জানিয়েছে, পাকিস্তান একাদশ গঠনের চেষ্টা চলছে। তাদের বিপক্ষে বিশ্ব একাদশকে খেলানোর প্রস্তাবে আইসিসির অনুমতি আছে। এ বিষয়ে পরবর্তীতে বিবৃতির মাধ্যমে জানানো হবে।

২০০৯ সালে শ্রীলঙ্কার টিমবাসে হামলার পর জিম্বাবুয়ে আর পাকিস্তান বাদে পুরুষদের কোনও আন্তর্জাতিক দল পাকিস্তানে যায়নি। ২০১৫ সালে জিম্বাবুয়ে যখন খেলতে যায় তখনও বিস্ফোরণের ঘটনা ঘটে। গাদ্দাফি স্টেডিয়ামের ৮০০ মাইল দূরের ওই ঘটনায় দুজন নিহত হন।

তারপর পিসিবি লাহোরে পাকিস্তান সুপার লিগের ফাইনাল আয়োজন করে। কয়েকজন বিদেশি খেলোয়াড় ওই ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিলেও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ থেকে খেলোয়াড়রা অংশ নেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান