ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে শুক্রবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বেলফাস্টের মালাহিদ ক্রিকেট ক্লাব মাঠে শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল ৩.৪৫ মিনিটে (স্থানীয় সময়ে সকাল ১০.৪৫)।
ত্রিদেশীয় সিরিজের সবকয়টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশীয় টিভি চ্যানেল গাজী টিভি, মাছরাঙা টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশন। অন্যদিকে বিদেশে খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে স্কাই স্পোর্টস, ক্রিকটাইম এবং টেন স্পোর্টস।
এছাড়া অনলাইনে এই লিংকের মাধ্যমে সরাসরি খেলা দেখতে পারবেন আপনারা।
সরাসরি দেখতে ক্লিক করুন এই লিংকে…
মাশরাফির অনুপস্থিতিতে দলে দেখা যেতে পারে রুবেল হোসেনকে। সেই সাথে আয়ারল্যান্ডের সিমিং কন্ডিশনের কথা মাথায় রেখে দুই স্পিনারের পাশাপাশি তিন পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। পক্ষান্তরে টাইগারদের বিপক্ষে ম্যাচ দিয়ে আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হতে পারে প্রথমবারের মত স্কোয়াডে ডাক পাওয়া সিমি সিংয়ের।
বাংলাদেশ দল (সম্ভাব্য একাদশ)-
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড দল (সম্ভাব্য একাদশ)-
এড জয়েস, পল স্টারলিং, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ডি বালবিনি, নিল ও’ব্রায়েন (উইকেট রক্ষক), গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থি, টিম মার্টাঘ, পিটার চেজ।