বিপিএলে খেলবেন ভারতীয় ক্রিকেটাররা!

বিদেশি লিগে সচরাচর খেলার সুযোগ পাননা ভারতীয় ক্রিকেটাররা। সম্প্রতি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিদেশি লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন ইউসুফ পাঠান। এটাতেই হয়তো উন্মুক্ত হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের বিদেশের মাটিতে লিগে অংশ নেয়া। এ কারণেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছে ২০১৭ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগেই হয়তো দেখা যেতে পারে ভারতের ক্রিকেটারদের।

মূলত ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুর অপসারণ হওয়ার পরই আশার দ্বার অনেকটা উন্মুক্ত হতে যাচ্ছে। এর আগে শ্রীনিবাসন এবং জাগমোহন ডালমিয়া থাকলেও কারোর অধীনে ভারতীয় ক্রিকেটাররা বিদেশী লিগে খেলতে যাওয়ার অনুমতি পায়নি। নিজ দেশের লিগে খেললেও বিরত ছিলেন বিদেশি লিগে খেলা থেকে। তবে বাংলাদেশকে আশা দেখাচ্ছে বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুসুলভ মনোভাব।

গেল বছরেই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে বাংলাদেশে এসেছিলেন ভারতের ২২ ক্রিকেটার। যাদের ভেতর দীনেশ কার্তিক, মনোজ তিওয়ারি, ইউসুফ পাঠান, রজত ভাটিয়া, মানবিন্দর বিসলা ছিলেন উল্লেখযোগ্য। এর আগে শচীন এবং সৌরভকে দলের কোচ হিসেবে পাওয়ার জন্য অনেক চেষ্টা চালালেও ভারত তাদেরকে এনওসি দেয়নি।

এ মাসেই বিসিসিআই একটি মিটিংয়ে সিদ্ধান্ত নিবেন তাদের খেলোয়াড়দের বিদেশি লিগে অংশগ্রহণের ব্যাপার। যদি শেষ পর্যন্ত ভারত তাদের খেলোয়াড়দের বিদেশের ঘরোয়া লিগে খেলতে দেয় তাহলে এটা সমগ্র ক্রিকেট বিশ্বের ভক্তদের জন্য অনেক পাওয়ার একটি ব্যপার হয়ে দাঁড়াবে।

এখানে আপনার মন্তব্য রেখে যান