টেস্টকে প্রতিযোগিতাপূর্ণ করার দায়িত্ব বাংলাদেশের : শাস্ত্রী

ওয়ানডেতে উন্নতি করলেও টেস্টে ঠিক সেই অনুপাতে উন্নতি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। কম টেস্ট ম্যাচ খেলার কারণে উন্নতিটাও বেশ বাধাগ্রস্থ হচ্ছে। অন্যদিকে টেস্টের এক নম্বর দল ভারত। তাদের মাটিতে তাদের সঙ্গেই লড়াই করাটা বেশ কঠিন এটা বেশ ভালো করেই জানে বাংলাদেশ। তাই বাংলাদেশের কাছ থেকে প্রতিযোগিতাপূর্ণ খেলাই আশা করছেন ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী।

মঙ্গলবার এক স্পোর্টস ব্রান্ডের উদ্বোধন করতে এসে শাস্ত্রী বলেন, ‘আসলে বাংলাদেশকেই এখানে প্রতিযোগিতাপূর্ণ খেলা খেলতে হবে কারণ আমরা সবাই টেস্ট ম্যাচে এই জিনিসটা দেখতে চাই। আসন্ন টেস্ট ম্যাচটি তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ কারণ ভারত ঘরের মাঠে অনেক শক্তিশালী দল। ভারত তাদের সেরাটাই দেয়ার চেষ্টা করবে ঘরের মাঠে। গেল কয়েক বছর ধরেই ঘরের মাঠে তারা অপ্রতিরোধ্য হয়ে আছে।’

অভিজ্ঞতার কারণেই বাংলাদেশকে পিছিয়ে রাখছেন সাবেক এই বাঁহাতি স্পিনার। ‘তাদের অভিজ্ঞতার অনেক অভাব আছে। তারা এখানে খেলে অনেক কিছু শিখতে পারবে। এটাই তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’

বাংলাদেশের প্রশংসা করে শাস্ত্রী বলেন, ‘ওয়ানডেতে তারা খুবই ভালো দল। যেখানে দীর্ঘ সময় ধরে একটা ম্যাচের উপর নজর রাখতে হয় না। কিন্তু টেস্ট ম্যাচে তোমাকে এক সেশন কিংবা দুই সেশন বা দুই-তিনদিন একটা ম্যাচের উপর নজর রাখতে হয় জেতার জন্য। তাদের দক্ষতা সম্পন্ন ক্রিকেটার রয়েছে অনেক। খেলার প্রতি তাদের যে আবেগ সেটা এক কথায় অসাধারণ।’

এখানে আপনার মন্তব্য রেখে যান