৪-৬ সপ্তাহ মাঠের বাইরে মাশরাফি!

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা হারের বৃত্ত থেকে বের হতে পারে নি। একদিনের পর টি-টোয়েন্টি সিরিজেও হলো হোয়াইটওয়াশ। এর উপর যুক্ত হলো আরো দুঃসংবাদ। নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়া মাশরাফিকে থাকতে হবে ৪-৬ সপ্তাহ মাঠের বাইরে।

তৃতীয় টি-টোয়েন্টিতে নিজের চতুর্থ ওভার করতে গিয়ে দ্বিতীয় বলেই হাতে আঘাত পান মাশরাফি। সাথে সাথে মাঠের বাইরে চলে যান। পরে স্ক্যানিং করা হলে জানা যায় কব্জিতে চিড় ধরা পড়েছে। যার ফলে এক মাস-দেড় মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশ অধিনায়ককে। তবে এর মাঝে জাতীয় দলের কোনো একদিনের বা টি-টোয়ন্টি ম্যাচ নেই। আসছে মার্চে শ্রীলঙ্কা সফরের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন মাশরাফি।

ক্যারিয়ারের অনেকবার ইনজুরিতে পড়া মাশরাফি এই প্রথম পড়লেন হাতের এমন ইনজুরিতে। হাতে ব্যান্ডেজ আর প্রচন্ড ব্যথা নিয়ে সাংবাদিকদের এই ইনজুরি নিয়ে মাশরাফি রসিকতা করে বলেন, “ক্যারিয়ারে এটাই কেবল বাকি ছিল, আঙুলের ইনজুরি…!”

উল্লেখ্য, নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত ৬ ম্যাচেই হারা টাইগারদের পরবর্তী টার্গেট টেস্ট সিরিজ। ওয়েলিংটন প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১২ জানুয়ারি।

এখানে আপনার মন্তব্য রেখে যান