received_1294621590599616

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। সেখানে ১০ দিনের ক্যাম্প শেষে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে, ৩টি টি২০ ও ২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

কিউইদের বিপক্ষে আগামী ২৬ ডিসেম্বর একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। আর ২০ জানুয়ারি শেষ টেস্টের মধ্যদিয়ে সিরিজ সমাপ্ত হবে।

পুরো সিরিজ বাংলাদেশে সরাসরি দেখাবে চ্যানেল নাইন, গাজী টিভি (জিটিভি) ও বিটিভি।

অন্যদিকে ভারতে সরাসরি দেখাবে সনি ইএসপিএন, স্টার স্পোর্টস। নিউজিল্যান্ডে দেখাবে প্রিমিয়ার টিভি।

 

received_1294621590599616

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪ টায়। টি-২০ ম্যাচ গুলো শুরু হবে ভোর ৮ টায় এবং টেস্ট ম্যাচ শুরু হবে রাত ৩ টা থেকে।

Advertisements